এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ বা সর্বাধিনায়ক হিসেবে হাওয়াই নৌ ঘাঁটিতে সর্বশেষ অবকাশ যাপন করেছেন।
স্থানীয় সময় রোববার কানেওহে উপসাগরে হাওয়াইয়ের নৌ ঘাঁটিতে স্ত্রী ও দুই কন্যাকে সঙ্গে নিয়ে অবকাশ যাপন করেন। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার কয়েক সপ্তাহ আগেই সর্বাধিনায়ক হিসবে সর্বশেষ অবকাশ যাপনের রীতি সম্পন্ন করলেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা।
নৌ ঘাঁটিতে দেয়া বক্তৃতায় ওবামা সর্বাধিনায়াকের মেয়াদকালকে তার ‘জীবনের সবচেয়ে বড় সুবিধাপ্রাপ্তি’ হিসেবে আখ্যা দেন।
ওবামা বলেন, যদিও এটিই প্রেসিডেন্ট হিসেবে আপনাদের উদ্দেশে দেয়া আমার সর্বশেষ ভাষণ, তারপরেও আমি আপনাদের বলতে চাই, একজন নাগরিক হিসেবে, পথচলার প্রতিটি পদক্ষেপে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং পাশে দাঁড়ানোর অঙ্গীকার অক্ষুণ্ন থাকবে, এতে কখনোই ছেদ ঘটবে না।
মার্কিন প্রেসিডেনশিয়াল রীতি অনুযায়ী হাওয়াই সফর ছিল ওবামার সর্বশেষ অবকাশ যাপন। এখানেই ওবামা জন্মগ্রহণ করেন এবং শৈশবের অধিকাংশ সময় অতিবাহিত করেন।
তিনি ঘাঁটিতে অবস্থানরত সেনাদের বলেন, প্রেসিডেন্টের মেয়াদ শেষেও বহু বছর ধরে এই ঘাঁটি পরিদর্শনের প্রত্যাশা করেন।
তিনি হাসতে হাসতে বলেন, আমি বুঝতে পারছি যে সাবেক প্রেসিডেন্ট হিসেবে আমার ছোটখাটো র্যাংক (পদমর্যাদা) হলেও থাকবে। সুতরাং আমি এখানকার ব্যায়ামাগার এবং গলফের মাঠ ব্যবহার করতে পারব।