এ বি এন এ : বাংলাদেশে সরকারের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর করার প্রস্তাব করেছেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
রবিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করে এই প্রস্তাব দেন তিনি।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আমার একটা বিশেষ প্রস্তাব আছে। প্রতিবেশী অনেক দেশে যান, চার বছর পর পর নির্বাচন হয়। আমেরিকায় যান, চার বছর পর পর নির্বাচন, ইংল্যান্ডে যান চার বছর। আমাদের কেন পাঁচ বছরে থাকতে হবে? বদলানো যায় না? সরকারকে বলব, আপনি চার বছরে আনুন।’ সেই সঙ্গে নির্দলীয় সরকারের দাবিও তুলে ধরেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বি চৌধুরী।
শেষের তিন মাস সত্যিকার অর্থে যারা নির্বাচিত তাদের নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন। তাহলেই তাদের অধীনে একটা ফার্স্ট ক্লাস নির্বাচন হবে।
সরকারের উদ্দেশে বি চৌধুরী বলেন, ‘গণতন্ত্র মানে কী, এটা সরকারের বোঝা উচিৎ। সরকার বোঝে না, তা বলছি না। কিন্তু সাধারণ মানুষ মনে করে, যত দিন জোর করে ক্ষমতায় থাকা যায়। ক্ষমতা পেয়ে যাকে তাকে গ্রেফতার করি, যাকে তাকে জেলে দেই, পচা লোককে নির্বাচন কমিশনার বানাই। এটার নাম ক্ষমতা নয়, লোভ। আসুন দেশের মানুষের দায়িত্ব পাওয়ার পর বিবেকের সঙ্গে দায়িত্ব পালন করি।’
মুসলিম লীগের অষ্টম জাতীয় কাউন্সিলে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ হাওলাদার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এম এ রকিব, মুসলিম লীগের একাংশের সভানেত্রী জোবেয়দা কাদের চৌধুরী, একাংশের মহাসচিব আতিকুল ইসলাম খোকন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েতউদ্দিন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা বদরুদ্দোজা সূজা, এস আই ইসলাম মিলন, আনোয়ার হোসেন, আবু তাহের বাচ্চু মিয়া, ওসমান গনি, হাজেরা বেগম বক্তব্য রাখেন।