আমেরিকালিড নিউজ

ট্রাম্পের বিরুদ্ধে বিজ্ঞানের পক্ষে বিশ্বব্যাপী সমাবেশ

এবিএনএ : বিজ্ঞান বিষয়ক গবেষণা ও বিজ্ঞানীদের কাজে বাজেট কমানোর হুমকির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে র‌্যালি ও সমাবেশ করেছেন বিজ্ঞানী, বিজ্ঞান মনস্ক মানুষ এবং বিভিন্ন দেশের সাধারণ জনগণ।
স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটন ও এর আশপাশ এলাকায় ‌’মার্চ ফর সায়েন্স’ শীর্ষক র‌্যালি এবং সমাবেশে হাজার-হাজার মানুষ অংশ নেয়। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভও করা হয়।
একই দাবিতে যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানির বার্লিন, ইতালির রোম, ইংল্যান্ডের লন্ডন, ফ্রান্সের প্যারিস ও অস্ট্রেলিয়ার ভিয়েনাসহ বিশ্বের বিভিন্ন বড়-বড় শহরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা বিজ্ঞান বিষয়ে কাজের সমর্থন ও প্রমাণভিত্তিক গবেষণা কাজ সম্প্রসারণে জরালো দাবি জানান। জলবায়ু পরিবর্তনসহ বিজ্ঞানের মতো গরুত্বপূর্ণ কাজে ট্রাম্প প্রশাসন অবজ্ঞা করছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।
‌’বিজ্ঞানের কোনো বিকল্প নেই’ সহ বিভিন্ন লেখা ও স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বিক্ষোভকারীরা বিজ্ঞানের অবদান ও গুরুত্বের কথা তুলে ধরেন।
ওয়াশিংটনের সমাবেশ মঞ্চ থেকে বিজ্ঞানী ও টেলিভিশন উপস্থাপক বিল নেইয়ি বলেন, শুধু এখানে নয়, গোটা বিশ্বে আজ আমাদের অনেক বড়-বড় আইন প্রণেতা আছেন। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বিজ্ঞানকে দমন করার চেষ্টা করছেন।
এমন সমাবেশে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করে তিনি বলেন, বিজ্ঞানই আমেরিকাকে মহান করে করে তুলবে।
বিল নেইয়ি বলেন, আমরা স্বীকার করি বিজ্ঞান রাজনৈতিক, কিন্তু পক্ষপাতদুষ্ট নয়। বিজ্ঞানের আলোকে আমাদের নীতিগুলো তৈরি করা উচিত।
বিক্ষোভকারীরা দেশে-দেশে বিজ্ঞান গবেষণা উন্নয়নে সরকারি বাজেট সংকোচন নয়, বরং আরো ব্যাপক হারে বাজেট বাড়ানোর দাবি তুলেন।

Share this content:

Related Articles

Back to top button