জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঢাকায় নেপাল-বাংলাদেশ বৈঠক শুরু

এ বি এন এ : বাংলাদেশ ও নেপালের বাণিজ্য সচিবরা বৈঠকে বসেছেন। বাংলাদেশ-নেপাল সচিব পর্যায়ের এটি তৃতীয় বৈঠক।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মলেন কক্ষে সকাল ১০টায় দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে।
১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত আল মামুন। নেপাল প্রতিনিধিদলের নেতৃত্বে সে দেশের বাণিজ্য সচিব নায়ন প্রসাদ উপাধ্যায়া।
বৈঠকে দুই দেশের বাণিজ্য বাড়াতে ১১টি ইস্যু চিহ্নিত করে আলোচনা চলছে। বুধবার নেপালি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বেলা ১১টায় সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সম্পাদন হওয়ার কথা রয়েছে। এরপর দুপুর আড়াইটায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Share this content:

Back to top button