এবিএনএ : সংগীত জগতের নতুন চমক প্রথম এ্যালবামই জয় করে নিয়েছে গান পাগল শ্রোতাদের মন। বর্তমান সময়ের তরুন উদীয়মান প্রতিভাবান ও মেধাবী সুরের অলংকার, নতুন প্রজন্মের অহংকার, মায়াবী ও মনকাড়া কন্ঠের যাদুকর, পরিবর্তনের কারিগর, একাধারে গীতিকার সুরকার ও সুরেলা কন্ঠের অধিকারী শিল্পী আল আমিন খান এবার এসেছে যুগোপযোগী করে ও যুগের সাথে তাল মিলিয়ে তার একক এ্যালবাম ‘‘কেড়ে নিলে মন’’ নিয়ে। আর এ্যালবামটি এসেছে নতুন বছর ২০১৭ সাল উপলক্ষ্যে সম্প্রতি সিডি চয়েজ এর ব্যানার থেকে। এ্যাবামটিতে রয়েছে চারটি মনকাড়া ফোক গান ও দুটি মনমাতানো আধুনিক গান সর্বমোট ছয়টি গান রয়েছে তার এ্যালবামটিতে। গান গুলোর অসাধারন ও মনকাড়া মিউজিক করেছেন এম.এম.পি. রনি ও আতিকুর রহমান আতিক। এম.এম.পি রনি মিউজিক করেছেন পাঁচটি গানের এবং আতিকুর রহমান আতিক করেছেন একটি গানের এ্যালবামটি সর্বত্রই পাওয়া যাচ্ছে।
শ্রোতাদের উদ্দেশ্যে গান গুলো সম্পর্কে আপনার মতামত কী ? এমন প্রশ্নের উত্তরে শিল্পী আল-আমিন খান বলেন, গান গুলোর প্রতিটি শব্দ ও সুরই হৃদয় ছোঁয়া। তাই আমি আশাকরি প্রতিটি গানই শ্রোতাদের মনে জায়গা করে নেবে। বর্তমান সময় কেমন কাটছে এমন এক প্রশ্নের উত্তরে শিল্পী বলেন, বর্তমান সময় ষ্টেজ শো ও নতুন কিছু মিক্সড এ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছি। নতুন প্রজন্মের জন্য কিছু গান লিখছি, যা তাদের হৃদয়ে নাড়া দিবে। তাই আপনারা সকলে আমার সাফল্য কামনায় দোয়া করবেন।