এ বি এন এ : অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর খুব শিগগির সিনেমা জগতে পা দিতে যাচ্ছেন এমন খবর বাতাসে উড়ে বেড়াচ্ছে। সিনেমায় ক্যারিয়ার শুরুর আগেই তার ভক্তও জুটে গেছে অনেক। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তার অনেক অনুসারী। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে প্রেমিক শেখর পাহাড়িয়ার সঙ্গে জানভির একটি চুমুর ছবি। এরপর তা ভাইরাল হয়ে যায়। শিখর পাহাড়িয়া ভারতের সাবেক ইউনিয়ন মিনিস্টার সুশীল কুমার সিন্ধের নাতি। এর আগে শিখরের ভাই বীর পাহাড়িয়া অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের সঙ্গে প্রেমের সম্পর্কের জন্য খবরে এসেছিলেন। এদিকে সম্প্রতি শোনা যায়, গজনি, হলিডে ও আকিরার মতো সিনেমার নির্মাতা মুরুগাদোস পরিচালিত একটি দক্ষিণী সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন জানভি। কিন্তু এখনো সিনেমায় অভিনয়ের বয়স হয়নি বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে লি স্টার্সবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে অভিনয় শিখছেন তিনি।