আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

মেয়র পদে ফিরতে বাধা নেই আরিফুলের

এবিএনএ : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আকরাম হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে দায়িত্ব পালনে অরিফুল হকের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি।
আদালতে আরিফুল হকের পক্ষে ব্যারিস্টার কাফি ছাড়াও ব্যারিস্টার মঈনুল হোসেন শুনানিতে অংশ নেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের একটি আদালতে আত্মসমর্পণ করলে আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করেন বিচারক।
এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হককে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আরিফুল হক চৌধুরী বর্তমানে সবগুলো মামলায় উচ্চ আদালতের জামিনে আছেন।

Share this content:

Related Articles

Back to top button