বিনোদন

মুক্তি পেল ‘বেগম জান’-এর ট্রেলার

এবিএনএ : বহু দিন ধরেই জল্পনা চলছে সৃজিত মুখার্জী পরিচালিত ‘বেগম জান’ ছবি নিয়ে। বিদ্যা বালনের লুক দর্শকদের সামনে আসার পর কৌতূহল আরও বাড়তে থাকে। অবশেষে মুক্তি পেল ‘বেগম জান’ এর ট্রেলার।

ছবিতে দাপুটে বিদ্যা বালনকে দেখলেই বোঝা যায় যে আবার সিনেমার ইতিহাসে বড় কিছু হতে চলেছে। বিদ্যা অর্থাৎ বেগম জান ছবিতে এক পতিতালয়ের মালকিন। দেশভাগের প্রেক্ষাপটে বেগম জানের পতিতালয়ের উপর দিয়েই যাবে ভাগাভাগির সীমারেখা। অতএব ভাঙ্গতে হবে বেগম জানের বাড়ি। কিন্তু প্রতিবাদী বেগম জান রাজি নন। আর এই নিয়েই তৈরি ছবি ‘বেগম জান’। ছবিতে আছেন নাসিরুদ্দিন শাহ, গওহর খান, পল্লবী শারদা, ইলা অরুন প্রমুখ। দেখুন সেই ট্রেলারটি-

Share this content:

Back to top button