এবিএনএ : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউস একথা জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেকের পর তার সঙ্গে এটাই প্রথম কোন বিদেশি নেতার সাক্ষাত হতে যাচ্ছে। দুই নেতার বৈঠকে ব্রেক্সিট উত্তর মুক্ত বাণিজ্য চুক্তি মূল আলোচ্য বিষয় হতে পারে।