বিনোদন

দেশী আইটেম নিয়ে নেপালে রাখি সাওয়ান্ত

এ বি এন এ : দেশীয় চলচ্চিত্রের আইটেম গানে নাচবেন বলিউডের আবেদনময়ী ও বিতর্কিত মডেল রাখি সাওয়ান্ত- এটা এখন আর খবর নয়, সত্যি। ‘আমি তোমার হতে চাই’ ছবির আইটেম নাম্বারের শুটিংয়ে এখন ব্যস্ত তিনি।

শনিবার (২৩ জুলাই) ছবিটির পরিচালক অনন্য মামুন জানান, রাখি সাওয়ান্তের গানটির দৃশ্য ধারণের জন্য তারা গিয়েছেন নেপালে। এদিন সকালে কাঠমান্ডুর কারমা ক্লাবে শুটিংয়ে অংশ নিয়েছেন রাখি। ‘ডিজিটাল প্রেম’ শিরোনামের গানটি গেয়েছেন মমতাজ। মাহমুদ জুয়েলের লেখা গানটির সুরকার ও সংগীতায়োজক শফিক তুহিন। ‘ডিজিটাল প্রেম’-এর নৃত্য পরিচালনা করছেন তানজিল।

অনন্য মামুন-সোমেশ্বর অলির চিত্রনাট্য ও সংলাপে ‘আমি তোমার হতে চাই’ ছবিটি প্রযোজনা করছে লাইভ টেকনোলোজিস। এতে তৃতীয়বারের মতো জুটি বেঁধেছেন বাপ্পি ও মিম। আরও আছেন মিশা সওদাগর।

Share this content:

Related Articles

Back to top button