আন্তর্জাতিকলিড নিউজ

তালেবাননিয়ন্ত্রিত স্পিন বুলদাকে ‘শতাধিক’ মানুষ হত্যা করেছে বন্দুকধারীরা

এবিএনএ : আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বুলদাকে ‘শতাধিক’ সাধারণ মানুষকে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, কোনো কারণ ছাড়াই এদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য তালেবানকে দায়ী করছে আফগান সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্ট্যানেকজাই বলেন, পাকিস্তানি বসদের কথামতো তালেবানের সন্ত্রাসীরা স্পিন বুলদাকে আফগানদের বাড়িঘরে হামলা চালিয়ে নিরীহ শতাধিক মানুষকে হত্যা করেছে। এসব ঘর থেকে লুট করা হয়েছে মূল্যবান জিনিসপত্র। ‘এ ঘটনা সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করেছে’, যোগ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।

এদিকে ঈদুল আজহার একদিন আগে কান্দাহার প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের সদস্য ফিদা মোহাম্মদ আফগানের দুই সন্তানকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে হত্যা করা হয় তাদের দুজনকেই। তালেবানের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ করা হলেও তা প্রত্যাখ্যান করেছেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, যাদের হত্যা করা হয়েছে, তাদের মরদেহ এখনও স্পিন বুলদাক এলাকায় পড়ে আছে।

বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে স্পিন বুলদাক এলাকা। শুধু এ এলাকা নয়, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এ সশস্ত্র গোষ্ঠীর দখলে রয়েছে বলে দাবি তাদের। এ ছাড়া ৯০ শতাংশ সীমান্ত দখলে নেওয়ার কথা জানিয়েছে দলটি। এখনও বিভিন্ন এলাকার দখল নিতে গোষ্ঠীটির সদস্যরা লড়ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে।

Share this content:

Back to top button