
এবিএনএ : সরকারের ‘অদক্ষতা ও দুর্নীতি’র কারণে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে অভিযোগ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘চালের দাম যেভাবে বেড়েছে, এটা অশনি সংকেত। এজন্য সরকারই দায়ী। খাদ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করা।’
শনিবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ‘বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ যুব সমাজের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। তিনি বলেন, ‘আজকে দেশে অত্যন্ত এলার্মিং সিচুয়েশন- আমাদের খাদ্য মজুদ যেটা আজকের পত্রিকাতে আছে, মাত্র ১ লাখ ৯১ হাজার টনে এসেছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের দূরদর্শিতার অভাব। সরকারের দুর্নীতি ও তাদের অদক্ষতার কারণে এই অবস্থায় চলে এসেছে।’খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এখন চালের দাম ৫০ থেকে ৬০ টাকা। তারা স্বীকার করতে চায় না, ভয়ে বলতে চায় না, উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করে। খাদ্যমন্ত্রী শুক্রবার বলেছেন অসাধু ব্যবসায়ী আর বিএনপির ব্যবসায়ীরা নাকি চালের দাম বাড়িয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘খাদ্যমন্ত্রী নিজের অযোগ্যতা এবং দুর্নীতি ঢাকার জন্য সব কিছু উদ্দেশ্যমূলকভাবে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে।’
পদ্মাসেতুর নির্মাণ ব্যয় বৃদ্ধির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,’ প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্নগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পদ্মাসেতুতে যে দুর্নীতি হচ্ছে তা বোধহয় অতীতে কোনো নজির এখানে নেই। আবার সেতুর নির্মাণ ব্যয় ২৩% বাড়ানো প্রস্তাব তারা করেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘একমাত্র দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকের এই সংকট সমাধান হতে পারে। যেকোনো মূল্যে আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। দেশে আর এক তরফা নির্বাচন হতে দেয়া হবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সাইফুল আলম নিরব। সভা পরিচালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, শওকত মাহমুদ।
Share this content: