
এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ সাংবাদিকদের নির্যাতন করে না। মাঝেমধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়, এটা স্বাভাবিক। শুক্রবার বিকালে মৌলভীবাজারের শমসেরনগর উপজেলায় রেজা শাহ পাহলভি তোরণের পুনঃসংস্কার কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতাল চলাকালে দুই সাংবাদিককে নির্যাতন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা দুজন বন্ধু যদি একসঙ্গে চলেন, ধাক্কাধাক্কি তো লেগেই যায়। এই ধরনের একটা কিছু হয়েছে।’
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট চালু করা হয়েছে। কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশে পৃথকভাবে এ ইউনিট গঠনের প্রক্রিয়া চলছে।
শমসেরনগরে স্থানীয় এটিএম উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ঐতিহাসিক তোরণটির সংস্কার করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
Share this content: