
এবিএনএ: চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ কনটেইনার ডিপোতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। কনটেইনার ডিপোতে লাগা এ আগুন নিয়ন্ত্রণ করতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
ফায়ার সার্ভিসের সদস্যরা বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৮-১০ জনকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে।সর্বশেষ তথ্য অনুযায়ী এ অগ্নিকান্ডের ঘটনায় একশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আগুনে দ্বগ্ধ হয়ে নিহত হওয়ার খবরও আসছে।
আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বিএম কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার আছে বলে জানা গেছে।
Share this content: