এ বি এন এ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফৌজদারি আইনে বিনা পরোয়ানায় গ্রেফতার বিষয়ে ৫৪ ধারা ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়ে ১৬৭ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তো যথাযথভাবে পালন করা হবে। পূর্ণাঙ্গ রায় হাতে পেলে আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।
তিনি জানান, পুলিশ কিভাবে গ্রেফতার করবে সেটি ৫৪ ও ১৬৭ ধারায় সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। প্রতিটি বিষয়ে ফৌজদারি কার্যবিধিতে লেখা আছে। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা হলেও বাহিনীর নাম লেখা কোট গায়ে থাকে।
সাংবাদিক শফিক রেহমানকে সাংবাদিক পরিচয়ে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে। সেসময় তাদের পরিচয় দেয়া হয়েছিল। এছাড়া দলের প্রধান পোশাক পরেই ছিল।