এবিএনএ: বঙ্গবন্ধু বিপিএলে আজ উদ্বোধনী দিনে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে কুমিল্লা ওয়ারিয়র্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেটে ৫০ রান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এবারের আসরে কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। আর রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। আজ দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ: সৌম্য সরকার, আল-আমিন হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), দাসুন শানাকা (অধিনায়ক), মুজিব উর রহমান, ডেভিড মালান, ভানুকা রাজাপক্ষে।
রংপুর রেঞ্জার্স একাদশ: মোহাম্মদ নাঈম, জাকির হাসান, জহুরুল ইসলাম, সঞ্জিত সাহা, ফজলে মাহমুদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নবী (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), লুইস গ্রেগরি, জুনায়েদ খান।
Share this content: