বাংলাদেশরাজনীতিলিড নিউজ

যে কারণে বিরোধীদলে জাতীয় পার্টি

এবিএনএ: একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের অন্যতম জোটসঙ্গী জাতীয় পার্টির (জাপা) বিরোধী দলে আসা নিয়ে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বিরোধী দলের সহিংসতা নয়, দেশ ও জনগণের কথা বলতেই সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাপা।’

আজ শনিবার দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন জি এম কাদের। জাপার কো-চেয়ারম্যান বলেন, ‘সংসদ পরিচালনায় যেন কোনো ঘাটতি না থাকে সেকথা বিবেচনা করেই জাতীয় পার্টি আলাপ-আলোচনার মাধ্যমে প্রধান বিরোধী দলের ভূমিকা রাখবে।’

‘মন্ত্রী পরিষদে জাতীয় পার্টির কোনো সদস্য থাকবে না’-উল্লেখ করে জাপার এ অন্যতম শীর্ষ নেতা বলেন, ‘দেশের স্বার্থে যেকোনো সংস্কার ও সংশোধনে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে।’তিনি আরও বলেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, স্পিকারের সাথে সময় নির্ধারণ করে তিনি দ্রুতই সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।’

সংবাদ সম্মেলনে জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, সোলায়মান সামি, রেজাউল করিম, আবু নাসের বাদল, জেসমিন নুর প্রিয়াংকা, আবদুস সাত্তার প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button