আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

মীর কাসেমের রিভিউ শুনানি পিছিয়ে ২৪ আগস্ট

এ বি এন এ : মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ পিটিশনের শুনানি ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। সোমবার আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ দিন ধার্য করে।
মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তার পক্ষে শুনানি প্রস্তুতির জন্য দুই মাস সময় চান। আদালত এক মাস সময় মঞ্জুর করে উপরোক্ত দিন ধার্য করে।
আদালত বলে, এটাই শেষ সময়, আর কোনো সময় দেয়া হবে না।
২০১৪ সালের ২ নভেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয়। গত ৮ মার্চ আপিল বিভাগ ট্রাইব্যুনালের ওই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। গত পহেলা জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপরই ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মীর কাসেম।

Share this content:

Related Articles

Back to top button