এ বি এন এ : রাজধানীর মৌচাক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সোমবার (২২ আগস্ট) বিকেলে মার্কেটের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মো. জিয়াউর রহমান বিষয়টি জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি জিয়াউর রহমান।
এদিকে রমনা থানার ওসি (তদন্ত) আলী হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মার্কেটের নিচ তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।