এ বি এন এ : ইংলিশ কাউন্টিতে ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্টের দল সাসেক্সে চলতি মৌসুমে মুস্তাফিজুর রহমান খেলবেন কিনা এ নিয়ে এখনও শংকায় রয়েছে দলটি।
তবে এখনো আশা ছাড়েনি দলটি। বাংলাদেশী এ পেসারকে দলে পেতে অপেক্ষায় লুক রাইট। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসির চুক্তির মেয়াদ শুধু ২টি ম্যাচের জন্য বাড়ানো হয়েছে।
মুস্তাফিজের ব্যাপারে শংকা থাকায় তার পরিবর্তে দলে উইসির চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে সাসেক্স। মুস্তাফিজের অনুপস্থিতিতে সামারসেট ও সারের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে চুক্তিবদ্ধ হন উইসি।
কাটার মাস্টার মুস্তাফিজ আইপিএল খেলে দেশে ফিরেছেন। প্রায় দুই মাস সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ‘দ্য ফিজ’ বর্তমানে চোটে ভুগছেন। চিকিৎসা ও বিশ্রামের ওপর রয়েছেন তিনি।
এছাড়া মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে বাংলাদেশ দলের কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে মুস্তাফিজকে সাসেক্সে খেলানোর পক্ষে মত দিয়েছেন।
এদিকে প্রোটিয়া তারকা উইসি দলের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দারুণ পারফর্ম করেছেন। সামারসেটের বিপক্ষে ৩৮ রানের বিনিময়ে নিয়েছেন চার উইকেট। আর সারের বিপক্ষে ৮ বলে করেছেন ১৬ রান।
মুস্তাফিজকে যতদিন পর্যন্ত না পাচ্ছে সাসেক্স, ততদিন উইসিকে দলে রাখার কথা জানিয়ে অধিনায়ক রাইট বলেন, ‘আমরা ভাগ্যবান। ডেভিড উইসি ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে খেলতে যাওয়ার আগ পর্যন্ত আমরা তাকে রেখে দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি না মুস্তাফিজুরের হ্যামস্ট্রিং ইনজুরির কি অবস্থা। তবে আমরা তার জন্য অপেক্ষা করছি।’