মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক মুসলিমরা ভোট দিচ্ছেন

এবিএনএ : যুক্তরাষ্ট্রর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার জন্য রেকর্ড সংখ্যক মুসলিম ভোটার নিবন্ধ করেছেন।
এরমধ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মুসলিম সংগঠন ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশন-ইউএসসিএমও দশ লাখ ভোটারের নাম তালিকাভুক্ত করেছেন। খবর আনাদুলু। দশ লাখ মুসলিম ভোটার নিবন্ধনের জন্য গত ডিসেম্বরে প্রচারণা শুরু হয়। যুক্তরাষ্ট্র জুড়ে দুই হাজার পাঁচশয়েরও বেশি মসজিদ, পাঁচশ’ স্কুল এবং বহু কমিউনিটি সেন্টার বুথ স্থাপন করে এই কার্যক্রম চালানো হয়। ইউএসসিএমওর সাধারণ সম্পাদক উসমান জামান বলেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে পাওয়া খবরে জানা গেছে এ বছর হাজার হাজার নতুন মুসলিম ভোটার নিবন্ধিত হয়েছেন। এর আগে মুসলিম সম্প্রদায়ের ইতিহাসে এত বেশি সংখ্যক ভোটার নিবন্ধ করেননি।
জামাল জানান, যুক্তরাষ্ট্রে ইসলামভীতি এবং মুসলিম বিরোধী ঘৃণাচর্চা বেড়ে যাওয়ায় বিভিন্ন মুসলিম সংগঠন, অ্যাক্টিভিস্ট এবং স্থানীয় মুসলিম কমিউনিটি নেতারা ব্যাপক প্রচারণা চালানোর ফলে ভোটার সংখ্যা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিরোধী মন্তব্য করার কারণে সংখ্যালঘু এ সম্প্রদায়টির মধ্যে নির্বাচন নিয়ে সচেতনতা বেড়েছে বলে মনে করা হচ্ছে।
এ জন্য ট্রাম্পকে রীতিমত ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম অধিকার বিষয় সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’-কেয়ার। কেয়ারের তথ্য অনুযায়ী ২০১২ সালের নির্বাচনে ভোট দেয়ার জন্য আনুমানিক পাঁচ লাখ মুসলিম ভোটার নিবন্ধিত হয়েছিলেন। এ সংগঠনটি দুই সপ্তাহ আগে একটি জরিপ করেছে, যাতে দেখা গেছে এবারের নিবন্ধিতদ ভোটারদের ৮৬ ভাগই আগামী ৮ নভেম্বর ভোট দেয়ার কথা মনস্থির করেছেন।
জরিপে আরও দেখা গেছে, ৭২ ভাগ মুসলিম ভোটার ডেমোক্রেট দলীয় প্রার্থীর হিলারি ক্লিন্টনকে ভোট দেবেন। অন্যদিকে ট্রাম্পকে ভোট দেবেন ৪ ভাগ ভোটার। অন্যদিকে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে ৩ ভাগ এবং লিবার্টিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসনকে দুই ভাগ মুসলিম ভোট দেবেন। তবে এখন পর্যন্ত ১২ ভাগ মুসলিম ভোটার কাকে ভোট দেবেন তা নির্ধারণ করেননি। আর বাকি ৭ ভাগ ভোটার কোনও মন্তব্য করেননি।
Share this content: