এবিএনএ : মার্কিন দূতাবাস কর্মীদের দ্রুত ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার ফক্স নিউজ এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করে। খবর আনাদোলুর। এতে বলা হয়েছে— আগামী সোমবারের মধ্যে ইউক্রেনে অবস্থানরত সব মার্কিন দূতাবাস কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসতে হবে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে— মার্কিন নাগরিকদের বাণিজ্যিক বিমানে করে জরুরিভিত্তিতে ইউক্রেন ত্যাগ করতে হবে। কারণ দুই দেশের মধ্যে এখনও বাণিজ্যিক ফ্লাইট চালু আছে। যে কোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া— এ আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের দ্রুত দেশটি থেকে নিরাপদে সরিয়ে নিচ্ছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তুর্কি সরকারি গণমাধ্যম আনাদোলুকে বলেন, এ মুহুর্তে বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশের কিছু নেই। নিরাপত্তার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে থাকি। তিনি আরও জানান, করোনার কারণে ইউক্রেনে মার্কিন নাগরিকদের জন্য আগে থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার কূটনীতিক ও নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।