
এবিএনএ : হঠাৎ করে সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গত মার্চের পর ভারতের পররাষ্ট্র সচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর এবং করোনাভাইরাসের মধ্যে এটি বিদেশি উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।
কী উদ্দেশে শ্রিংলার এই সফর সে বিষয়ে কেউ কোনো আভাস দেয়নি। তবে গতকাল সোমবার ঢাকার একটি সূত্রের বরাতে ভারতের টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন শ্রিংলা। তিনি নরেন্দ্র মোদির ব্যক্তিগত বার্তা নিয়ে আসছেন বলে ধারণা করা হচ্ছে।
কয়েকটি সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত এই সফরে শ্রিংলা পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হবে। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এই বছরের জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন।
Share this content: