আন্তর্জাতিকলিড নিউজ

ব্রাজিলে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৮

এবিএনএ: ব্রাজিলের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। বুধবার সকালে দুই কিশোর বন্দুকধারী ওই ভবনটিতে প্রবেশ করে গুলি চালায় বলে সাও পাওলোর পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ শিক্ষার্থী রয়েছে। এছাড়া ওই ভবনে কর্মরত এক ব্যক্তি ও দুই হামলাকারীও নিহতদের মধ্যে রয়েছে। রাউল ব্রাসিল নামের ওই স্কুলটিতে এই হামলায় অজ্ঞাত সংখ্যক শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এসব শিশুর শারীরিক অবস্থা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুই মুখোশধারী কিশোর ভবনটিতে প্রবেশ করে এবং স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তারা গুলি  ছুড়তে শুরু করে। ওই দুজন আত্মহত্যা করেছে।
গ্লোবো টিভিকে পুলিশ জানিয়েছে, রাউল ব্রাসিল স্কুল থেকে প্রায় ৫০০ মিটার দূরে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্কুলে হামলার সঙ্গে এটি সংশ্লিষ্ট কিনা তা তা পরিষ্কার নয়।

Share this content:

Back to top button