আমেরিকালিড নিউজ

ব্যর্থ হল ট্রাম্পের ওবামা কেয়ার বাতিল ও প্রতিস্থাপন পরিকল্পনা

এবিএনএ : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সিস্টেম প্রতিস্থাপনে রিপাবলিকানদের চেষ্টা ব্যর্থ হয়েছে। দুইজন রিপাবলিকান সিনেটর বলেছেন, তারা তাদের দলের প্রস্তাবিত বিকল্পের বর্তমান ফরম্যাটের বিরোধিকা করছেন।
রিপাবলিকান দল এই স্বাস্থ্যসেবা বিল নিয়ে বিভক্ত ছিল, দলটির মধ্যপন্থিদের আশঙ্কা এই আইনে সবচেয়ে অরক্ষিতরা ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ওবামাকেয়ার খ্যাত বিলটি বাতিলের আহ্বান জানিয়েছেন যাতে রিপাবলিকানরা একদম শুন্য থেকে শুরু করতে পারে। এই কাজটি সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলের করার কথা। তিনি বলেছেন, অনুশোচনার সঙ্গে বলতে হচ্ছে যে ব্যথতায় ভরা ওবামা কেয়ার বাতিল ও তাৎক্ষনিকভাবে তা প্রতিস্থাপন সফল হবে না।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল প্রায় ২ কোটি মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসা ওবামাকেয়ার বিল বাতিল ও প্রতিস্থাপন। ২০১০ সালে পাস হওয়ার এই আইনকে সরকারের অনধিকার চর্চা বলে মনে করে রিপাবলিকানরা এবং এতে রোগীদের পছন্দের সুযোগ কম ও প্রিমিয়ামের মাত্রা অনেক বেশি।
রিপাবলিকানদের প্রস্তাবিত বিকল্পে ওবামাকেয়ারের স্বাস্থ্যবীমায় ধনীদের উপর বাড়তি কর অব্যাহত রেখেছিল পাশাপাশি দরিদ্রদের স্বাস্থ্যসেবায় সুক্ষ্ণভাবে বরাদ্দ কমানো হয়। এছাড়া বীমা কোম্পানিগুলোকে ক্ষতিপূরণ দেয়ার ক্ষেত্রে অনেক জায়গায় ছাড় দেয়ার সুযোগ ছিল আইনটিতে।

Share this content:

Back to top button