বিনোদনলিড নিউজ

উষ্ণ ফটোশ্যুট নিয়ে নিজেই উত্তেজিত বিদ্যা বালান

এবিএনএ: ‘ডার্টি পিকচার’ খ্যাত নায়িকা বিদ্যা বালান তার নতুন হেয়ার স্টাইল ও বোল্ড পোশাকে নিজেকে দেখে নিজেই খুব উত্তেজিত। বিদ্যার চল্লিশতম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি চিত্রগ্রাহক ডাব্বু রতনানি তার ফটোশ্যূট করেছেন। সেই ফটোশ্যুটে একদম অন্যধরনের লুকে দেখা যাচ্ছে বিদ্যাকে। সেই ছবি নিয়ে একটি মজার ভিডিও শেয়ার করেছেন বিদ্যা নিজের ইনস্টাগ্রামে।

বিদ্যা বালানের হাতে এখন অনেক কাজ। সম্প্রতি তিনি এনটি রামারাওয়ের বায়োপিকে তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এছাড়া তিনি প্রযোজক বনি কাপুরের প্রযোজনায় তামিল ছবিতে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। অবশ্য সেই ছবির শ্যুটিং শুরু হতে এখনও দেরি আছে।

এছাড়া শোনা যাচ্ছে, বিখ্যাত গণিতজ্ঞ শকুন্তলা দেবীর বায়োপিকেও কাজ করতে পারেন বিদ্যা। নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন এই নায়িকা, তবে ফটোশ্যুট বা গ্ল্যাম লুক নিয়ে খুব বেশি কিছু করতে পছন্দ করেন না। কিন্তু সম্প্রতি তোলা ছবিটির দেখে মনে হচ্ছে তিনি বেশ উত্তেজিত!

Share this content:

Related Articles

Back to top button