এ বি এন এ : সপ্তাহ খানেক আগেই আভাস দেয়া হয়, বার্তা লেখার ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও বেশি স্বাধীনতা দিতে টুইটের শব্দ-সীমা গণনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে টুইটার ইনকর্পোরেশন। এই আভাসের ব্যাপারে এবার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্টরা।
জানিয়েছে, টুইটের ১৪০ শব্দের হিসাবে আর ছবি, ভিডিও, জিআইএফ, পুল ও অন্যান্য মিডিয়াকে ধরবে না ক্ষুদে ব্লগ লেখার সাইটটি। যার মানে, সামনের দিনগুলোতে আরও বেশি শব্দে টুইট করতে পারবেন ব্যবহারকারীরা।
মঙ্গলবার এক ব্লগ পোস্টে এই পরিবর্তনের ব্যাপারে ঘোষণা দেয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। নতুন নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে এই পরিবর্তন আনতে যাচ্ছে সান ফ্রান্সিস্কোভিত্তিক কোম্পানিটি।
ছবি, ভিডিও, জিআইএফ, পুল ছাড়াও টুইটারের শব্দ-সীমায় এখন থেকে ‘@’-এই সংকেতকেও ধরা হবে না।
চলতি বছরের জানুয়ারি থেকে প্রযুক্তিবিশ্বে গুঞ্জন উঠে, টুইটের শব্দ-সীমায় পরিবর্তন আসছে। ওই সময় প্রযুক্তির খবর প্রচারকারী ওয়েবপোর্টাল ‘রি/কোড’ এক প্রতিবেদনে জানায়, ব্যবহারকারীদের জন্য ১৪০ শব্দের পরিবর্তে ১০ হাজার শব্দে টুইট করার সেবা চালুর পরিকল্পনা করছে টুইটার।
বর্তমানে টুইটারে মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে ৩১০ মিলিয়ন, যা প্রতিদ্বন্দ্বী ফেসবুকের চেয়ে অনেক কম। এই সংখ্যাকে আরও বাড়াতে নানান উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে নতুন পরিবর্তন টুইটারে।