এ বি এন এ : আবাহনী-মোহামেডান মানেই যেন বাড়তি কিছু। আগের মতো সেই আমেজ না থাকলেও ক্রীড়াঙ্গনে এই দুই দলের দ্বৈরথ উপভোগ করেন সবাই। ক্রিকেট, ফুটবল বা হকি, আবাহনী-মোহামেডান মানেই টানটান উত্তেজনা, রুদ্ধশাস জয় কিংবা পরাজয়ের বেদনা। সমর্থকদের মধ্যে তর্কের ঝড়।
ক্রিকেট মাঠে সেই ঝড় তুলতে এবার মিরপুরে মুখোমুখি হচ্ছে মুশফিকুর রহিমের মোহামেডান ও তামিম ইকবালের আবাহনী।
লিগে তামিম ইকবালের রান ৫ ম্যাচে ২১৯। মুশফিকুর রহিম অবশ্য কিছুটা এগিয়ে। ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৫০ রান। তাই দলগত লড়াইয়ে বাইরেও জাতীয় দলের এ দুই ব্যাটসম্যানের মধ্যে যে ব্যাটিংয়ের লড়াই হচ্ছে তা নিশ্চিত করেই বোঝা যাচ্ছে।
তবে মূলত লড়াই দলগত। মোহামেডানের কোচ সোহেল ইসলাম জানিয়ে দিলেন, লিগের সবগুলো ম্যাচই তার কাছে গুরুত্বপূর্ণ। আবাহনীর বিপক্ষে খেলছে বলে বাড়তি উন্মাদনা ছড়ালেও তা নিয়ে চিন্তা নেই তার শিষ্যদের।
পাঁচ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মোহামেডান। পাঁচ ম্যাচের চারটিতেই জয় তাদের। অন্যদিকে আবাহনী পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে, হেরেছে দুটিতে।
বর্তমান পরিসংখ্যানের হিসাবে আবাহনীকে পিছিয়ে রাখতে হবে। তবে মোহামেডান কোচ সমীহ করছেন দলটিকে। তার ভাষ্য, ‘আবাহনী একটি ভালো দল। এই বছর তারা ভালো একটি দল গঠন করেছে। তাদের দলটি ব্যালান্স।’
আবাহনীকে সমীহ করলেও নিজেদেরকে পিছিয়ে রাখছেন না সোহেল ইসলাম। শ্রীলঙ্কান উপুল থারাঙ্গা ও অধিনায়ক মুশফিকুর রহিম ভালো ব্যাটিং করছেন। দুই বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ও নাঈম ইসলাম জুনিয়র দারুণ বোলিং করছেন। পেস বোলিংটা ভালো সামলাচ্ছেন শুভাশিষ রায়। সব মিলিয়ে মোহামেডানের রয়েছে পূর্ণ ‘প্যাকেজ’, যা যেকোনো দলকে হারিয়ে দিতে সক্ষম।