আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণের ২০ শহর

এ বি এন এ : আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা হিসেবে বিশ্বের যেসব শহর সবচেয়ে বেশি ভ্রমণ হয়ে থাকে তার একটি তালিকা প্রকাশ করেছে মাস্টারকার্ড।
‘গ্লোবাল ডেস্টিনেশন সিটিজ ইনডেক্স’ নামে সবচেয়ে বেশি ভ্রমণ হয় এমন ১৩২টি শহরের এই তালিকা গত সপ্তাহে প্রকাশ করা হয়।

পর্যকটদের সংখ্যা বিবেচনায় নিয়ে গত সাত বছর ধরে চলে আসা এ গবেষণায় ২০১৬ সালে কোন দেশ সবচেয়ে বেশি ভ্রমণ হবে তার একটি পূর্বাভাস দেয়া হয়েছে।

এশিয়া প্যাসিফিক থেকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা- এ বছর সবচেয়ে বেশি ভ্রমণ হবে এমন ২০টি শহরের নামও তালিকায় প্রকাশ করা হয়।

তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। প্রায় ২১.৪৭ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক চলতি বছর শহরটি ভ্রমণ করবে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের লন্ডন শহর। প্রায় ১৯.৮৮ বিদেশীর পা পড়তে পারে এই শহরে।

তৃতীয় স্থানে থাকা ফ্রান্সের প্যারিস শহর ১৮.০৩ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করতে পারেন।

তালিকায় চতুর্থ আরব আমিরাতের দুবাই শহর (১৫.২৮ মি.), পঞ্চম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক (১২.৭৫ মি.), ষষ্ঠ সিঙ্গাপুর (১২.১১ মি.), সপ্তম মালয়েশিয়ার কুয়ালালামপুর (১২.০২ মি.), অষ্টম তুরস্কের ইস্তাম্বুল (১১.৯৫ মি.), নবম জাপানের টোকিও (১১.৭০) এবং দশম দক্ষিণ কোরিয়ার সিউল (১০.২০ মি.)।

তালিকায় ১১তম থেকে ২০তম শহরগুলো যথাক্রমে হংকং, স্পেনের বার্সেলোনা, নেদারল্যান্ডসের আমস্টারডাম, ইতালির মিলান, তাইওয়ানের তাইপেই, ইতালির রোম, জাপানের ওসাকা, অস্ট্রিয়ার ভিয়েনা, চীনের সাংহাই এবং চেক রিপাবলিকের প্রাগ শহর।

Share this content:

Related Articles

Back to top button