বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ছাত্রলীগের অস্ত্রধারী সেই দুই নেতার বিরুদ্ধে ‘হত্যাচেষ্টার’ মামলা

এবিএনএ : ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের পর এবার তাদের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টার’ মামলা করেছে পুলিশ।

ঢাকার গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদের সময় অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার দায়ে আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়। একই ঘটনায় সোমবার তাদের সংগঠন থেকে বহিষ্কারও করে ছাত্রলীগ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক জানান, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টার’ অভিযোগ আনা হয়েছে এই মামলায়। শাহবাগ থানার উপ পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন।

তবে আসামিরা পলাতক রয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী, হকার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ওই ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়।

Share this content:

Related Articles

Back to top button