আন্তর্জাতিকলিড নিউজ

পাঁচ বছর পর নিজ ভূমিতে মালালা

এবিএনএ : শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই শনিবার দেশটির সোয়াত উপত্যকায় আসেন। পাঁচ বছরের বেশী সময় আগে এখানে তালেবান হামলার শিকার হওয়ার পর এই প্রথমবারের মতো তিনি এ অঞ্চলে এলেন। মালালার সঙ্গে তার বাবা-মা ও দুই ভাইয়ের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরাও রয়েছেন। এর আগে বৃহস্পতিবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানে নিজ দেশে ফেরার স্বপ্নের কথা বলেন তিনি। সরাসরি টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে মালালা বলেন, গত ৫ বছর ধরে আমি দেশে আসার স্বপ্ন দেখেছি। তিনি বলেন, আজ আমি খুবই আনন্দিত। আমি সাড়ে পাঁচ বছর পর আবার আমার দেশের মাটিতে পা রাখতে পেরেছি। উল্লেখ্য, তালেবান জঙ্গিদের গুলিতে মারাত্মক আহত হয়ে ২০১২ সালে পাকিস্তান ছাড়েন শান্তিতে নোবেল জয়ী মালালা।

Share this content:

Back to top button