বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটা, আটক ৩

এবিএনএ : বিএনপির ঢাকা মহানগর উত্তরের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বাতিলের দাবিতে দলের কার্যালয় ভাসানী ভবনের সামনে এ বিক্ষোভ করে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনরত দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আব্দুল আলীমকে আটক করে পুলিশ। আইডি কার্ড দেখিয়ে সাংবাদিক পরিচয় দিলেও গাড়িতে তোলার চেষ্টা করা হয়। এসময় অন্যান্য সাংবাদিকদের হস্তক্ষেপে পুলিশ তাকে ছেড়ে দেয়।এদিকে, সদ্য ঘোষিত ঢাকা মহানগর বিএনপির উত্তর ইউনিটের এই কমিটিকে স্থগিত করার দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান বরাবর দলের সিনিয়র যুগ্মমহাচিব রুহুল কবির রিজভীর কাছে একটি স্বারকলিপি দিয়েছে ২২ জনের সদস্যের পদবঞ্চিতরা। এ সময় তিন দিনের মধ্যে যদি এই কমিটি বাতিল না করা হয় তবে এই কমিটির পাশাপাশি প্রতিটি থানায় নতুন কমিটি দেবে বলে ঘোষণা দেন তারা।  ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ফেরদৌস আহমেদ মিষ্টি অভিযোগ করেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বুঝিয়ে এসব কমিটি গঠন করা হয়েছে।’যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম পারভেজ বলেন, ‘আমরা যারা পদবঞ্চিত তাদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কমিটির পক্ষের লোকদের বেলায় পুলিশ নিষ্ক্রিয় ছিল। তাতেই বোঝা যায় এই কমিটি অবৈধ।’বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর সাবেক কমিশনার ও উত্তরের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মিষ্টি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানসহ মহানগর উত্তরের কয়েশ নেতাকর্মী।এর আগে দেড় ঘণ্টা মহানগর কার্যালয় দখল করে অবস্থান নেয় কমিটি বিরোধীরা। কমিটির পক্ষের লোকজন ১২টার শুভেচ্ছা মিছিল করলেও পুলিশ তাদের বিষয়ে নিষ্ক্রিয় ছিল বলে জানা যায়।

Share this content:

Back to top button