এ বি এন এ : ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ বা ‘ভাগ জনি’-র মতো ছবিতে উষ্ণতা ছড়িয়ে অল্পসময়েই বলিউডের পরিচিত মুখ মন্দানা করিমি। এই দু’টি ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন তিনি। ‘বিগ বস’-এর মাধ্যমে উত্থান। তার পরে বলিউডের দরজা খুলে যায় জন্মসূত্রে ইরানি এ অভিনেত্রীর সামনে। এবার সংসার জীবনে প্রবেশের দরজা খুলে সামনে পা বাড়ালেন তিনি। বাগদান সেরে ফেলেছেন এ অভিনেত্রী। কার সঙ্গে এনগেজমেন্ট সারলেন মন্দানা? গত দু’বছর ধরে দিল্লির ব্যবসায়ী গৌরবের সঙ্গে ডেট করছিলেন মন্দানা। অভিনেত্রী জানিয়েছেন, হাঁটু মুড়ে তার সামনে বসে হাত ধরে তাকে প্রোপোজ করেন গৌরব। আঙুলে পরিয়ে দেন এনগেজমেন্ট রিং। মন্দানাও ‘‘হ্যাঁ’’ বলে দিয়েছেন তৎক্ষণাৎ। এখন অপেক্ষা বিয়ের। ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে মন্দানা লিখেছেন, ”আই সেড ইয়েস।” দেখিয়েছেন তার আংটিও।