জাতীয়

যুক্তরাষ্ট্র, কানাডা ও জেনেভা মিশনে দূত রদবদল, কে কোথায় যাচ্ছেন?

আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পরিবর্তন, জেনেভা, ওয়াশিংটন ও কানাডায় নতুন দায়িত্ব পাচ্ছেন তিন অভিজ্ঞ কূটনীতিক

এবিএনএ: বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং সুইজারল্যান্ডের জেনেভায় তিনটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে দূত রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, অভিজ্ঞ ও দক্ষ তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, বর্তমানে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্বে থাকা নাহিদা সোবহানকে পাঠানো হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে। অপরদিকে, জেনেভার বর্তমান স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম যাচ্ছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, নতুন এই দায়িত্বে নিয়োগের জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পাঠানো অ্যাগ্রিমো প্রস্তাব গ্রহণ করেছে। ফলে চলতি জুলাই মাসেই তাদের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

নাহিদা সোবহান পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে জর্ডানে রাষ্ট্রদূত ছিলেন এবং বর্তমানে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কাজ করছেন। অন্যদিকে, তারেক মো. আরিফুল ইসলাম পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা এবং শ্রীলঙ্কায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, সদ্যবিদায়ী পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এখনও তার অ্যাগ্রিমো আসেনি, তবে তা খুব শিগগিরই পাওয়া যাবে বলে আশা করছে সরকার।

এই রদবদলকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button