জাতীয়বাংলাদেশলিড নিউজ

টুঙ্গিপাড়ায়ও বাসে করে মন্ত্রীরা

এবিএনএ: শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি টুঙ্গিপাড়াতেও বাসে করে যাচ্ছেন নবনির্বাচিত মন্ত্রীরা। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে বাসযোগে মন্ত্রীরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

টুঙ্গিপাড়া পৌঁছে মন্ত্রিসভার সদস্যরা জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দোয়া ও বিশেষ মোনাজাত শেষে ওই বাসে করেই আবার ঢাকায় ফিরবেন। তবে মন্ত্রীরা বাসযোগে গেলেও নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতৃভূমিতে যাচ্ছেন হেলিকপ্টারে চড়ে। এর আগে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করতেও বাসে করে গিয়েছিলেন। বাসযোগে জাতীয় স্মৃতিসৌধে এবং টুঙ্গিপাড়ায় মন্ত্রীদের শ্রদ্ধা জানানোর ঘটনা এবারই প্রথম।

Share this content:

Related Articles

Back to top button