এ বি এন এ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে আমাদের গভীরভাবে উপলব্ধি করে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’
তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের তৃতীয় লেভেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৬ উপলক্ষে জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।
বঙ্গবন্ধু সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা গভীরভাবে উপলব্ধি করতেন উল্লেখ করে স্পিকার বলেন, “তাই তিনি সারাটা জীবন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং নিজের জীবন উৎসর্গ করে বাঙ্গালী জাতির অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। ফাঁসির মঞ্চে দাড়িয়েও তিনি বলেছেন, ‘আমি বাঙ্গালী, বাংলা আমার ভাষা’।”
এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তর যখন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কর্মসূচী গ্রহণ করেছিলেন, ঠিক তখন ‘৭১-এর কুচক্রীমহল নির্মম নিষ্ঠুরভাবে তাঁকেসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে।