এবিএনএ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দৃঢ়ভাবে বলতে চায় কোনো ঘণ্টার জন্যই ফেসবুক বন্ধের সিদ্ধান্ত নেয়নি, হয়নি। ফেসবুক বন্ধের প্রশ্নই ওঠে না। মাঝরাতে ছয় ঘণ্টার জন্য ফেসবুক বন্ধ হচ্ছে এ ধরনের খবর প্রকাশিত হওয়ায় আমি মর্মাহত হয়েছি, কষ্ট পেয়েছি।
মঙ্গলবার বিকেল ৩টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মধ্যরাতে ফেসবুক ছয় ঘণ্টা বন্ধ থাকবে-এ ধরনের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হওয়ার সমালোচনা করে তারানা হালিম বলেন, ফেসবুক নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য সাংবাদিকদের ডেকেছি। কেবিনেট ডিভিশন থেকে টিঅ্যান্ডটি মন্ত্রণালয়ের কাছে ফেসবুক বন্ধ রাখার বিষয়ে একটি ব্যাখা চাওয়া হয়। এটি তাদের রুটিন ওয়ার্ক, তারা মতামত চেয়েছেন। আমরা তখনই মৌখিকভাবে কেবিনেট বিভাগকে জানাই, এটি সম্ভব নয়। তবে প্রথম দফায় যে চিঠিটি আসে সেটি আমার কাছে আসেনি। সেটি সচিব পর্যায়ে মীমাংসা হয়ে গেছে। এরপর দ্বিতীয়দফার চিঠিটি গত দুইদিন আগে আমার কাছে আসে। পরে আমরা টিঅ্যান্ডটি মন্ত্রণালয় থেকে আমাদের মতামত বিটিআরসিকে জানিয়েছি এবং তাদের কাছ থেকেও এ বিষয়ে মতামত চেয়েছি। সেই মতামত আজ লিখিতভাবেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছি।
তিনি বলেন, আমরা জানিয়েছি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। ফেসবুকের ক্ষেত্রে প্রাইভেসি ফিচার ব্যবহার করাসহ সচেতনতা বাড়াতে আমরা কাজ করতে পারি। চিঠিতে আমরা অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছি। তাদের ফেসবুকসহ ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছি।
ভবিষ্যতে এ ইস্যু নিয়ে নিউজ করার আগে সাংবাদিকদের তার সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ফেসবুক বন্ধের বিষয়ে ফেসবুকে যেসব মন্তব্য, প্রতি মন্তব্য ও স্ট্যাটাস দেওয়া হয়েছে, তা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। ফেসবুক বন্ধ করা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা করেছে বা সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো কাগজপত্র কেউ দেখাতে পারবেন না। আশা করি, এ নিয়ে সবার সংশয় দূর হবে।
Share this content: