আন্তর্জাতিকলিড নিউজ

ইরাক ও সিরিয়ায় তুরস্কের বিমান হামলা

এবিএনএ: তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার আলেপ্পো এবং হাসাকাপ্রদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামের ওপর বিমান হামলা চালিয়েছে।তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার সকালের দিকে জানিয়েছে, তুর্কি সামরিক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে। খবর আনাদোলুর।

তুরস্ক দাবি করছে, কুর্দি গেরিলাদের এসব ঘাঁটি থেকে তুরস্কের ওপর হামলা চালানো হয়। তবে, এতে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি তুরস্কে আত্মাঘাতী বোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৮১ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক এক নারী স্বীকার করেছেন তিনি পিকেক গেরিলাদের সঙ্গে জড়িত। এ ঘটনার পরই তুরস্ক প্রতিবেশী দুই দেশে কুর্দি গেরিলাদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তুরস্কের আত্মরক্ষার অধিকার আছে এবং এ অনুচ্ছেদ অনুসারে উত্তর ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালানো হয়েছে। এসব এলাকায় তৎপর কুর্দি সন্ত্রাসীরা তুরস্কের ওপর হামলা চালিয়ে আসছিল। সিরিয়ার ওয়াইপিজি গেরিলাদের তুরস্ক পিকেকের শাখা বলে মনে করে।

Share this content:

Back to top button