বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ফের আ.লীগের সভাপতি শেখ হাসিনা, সম্পাদক কাদের

এবিএনএ : টানা নবমবারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে তারা নির্বাচিত হন।

গতকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন শুরু হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় অধিবেশনে বাছাই করা হয় নতুন নেতৃত্ব।

সারা দেশ থেকে আসা দলের সাত হাজার ৭৩৭ কাউন্সিলর এই অধিবেশনে যোগ দিয়েছেন। কাউন্সিল অধিবেশনে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দলের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা ড. সাইদুর রহমান ও ড. মসিউর রহমান।

Share this content:

Back to top button