এবিএনএ : দেশের ইতিহাসে এই প্রথম নারী হিসেবে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে নিলেন বেগম কামরুন নাহার। গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) তিনি এ পদে যোগদান করেন। এক তথ্য বিবরণীতে এতথ্য উল্লেখ করা হয়।
কর্মজীবন শেষ করায় গতকাল তথ্য অধিদফতরের সদ্য সাবেক প্রধান তথ্য কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা এবং বেগম কামরুন নাহারকে প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।