এবিএনএ : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতিটি ঘরে ঘরে নতুন বর্ষকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে এখন। নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোর সবাই বৈশাখে নিজের মনের মতো পোশাক পরতে চান। আসছে বৈশাখে শিশুদের পোশাকের ডিজাইন ও অন্যান্য বিষয় নিয়ে এবারের আয়োজন।
আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো এই নববর্ষে শিশুদের জন্য নানা ডিজাইনের পোশাক দিয়ে তাদের আউটলেটগুলো সাজিয়েছে। এরমধ্যে রয়েছে নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপ্স, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট। রঙ হিসেবে প্রধানত ব্যবহার হয়েছে লাল, মেরুন, অরেঞ্জ, সাদা, অফহোয়াইট, ম্যাজেন্টাসহ নানা রঙ। শিশুদের সালোয়ার-কামিজ, মেয়েদের ফ্রক, স্কার্ট-টপ্স ও ফতুয়া থাকছে বিভিন্ন দামে, লাল, কমলা, হলুদসহ উজ্জ্বল নানা রঙে। এ পোশাকগুলো কটবেসডের পাশাপাশি এমব্রয়ডারি, সিকোয়েন্স, হাতের কাজ, প্রিন্টেড থাকছে।
ছেলেদের থাকছে বৈশাখি ফতুয়া-প্যান্ট, শার্ট-প্যান্ট, টি-শার্ট ও পাঞ্জাবির কালেকশন। হাতের কাজ, এমব্রয়ডারি কাজ, প্রিন্ট ও নানা মাধ্যমের ব্যবহারে তৈরি পোশাকগুলো উত্সবমুখী, আরামদায়ক এবং কাট ও ফিনিসে উন্নত। আমাদের এই যান্ত্রিক পরিবেশে ফোক মোটিফ হারিয়ে যেতে বসেছে। এই বৈশাখে পোশাকের মাঝে তা উপস্থাপিত হয়েছে।
পাখা, কলস, পাখি, ড্রাই ফিস, ঘণ্টা, হাতি, ঘোড়া, ময়ূর, ঘুড়ি, হাঁস, মোরগ, টমটম গাড়ি, অ্যাকোয়া ফিশ, চিলড্রেন পেইন্টিং, ফোক আর্ট, পেঁচা, ঘুড্ডি ইত্যাদি বিষয় নিয়ে ফতুয়া, টি-শার্ট, শর্ট পাঞ্জাবি অলংকৃত করা হয়েছে। মাধ্যম হিসেবে স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি, শামুক-ঝিনুক ব্যবহার, হ্যান্ড অ্যাপ্লিক ও সুতার কাজ করা হয়েছে। বৈশাখের শিশুদের পোশাকের মূল্যও সাধারণ ক্রেতাদের ক্রয়সীমার মধ্যেই রয়েছে।
আর এসব পোশাক পাওয়া যাবে আড়ং, অঞ্জন’স, কে-ক্র্যাফট, তারামার্কা, বিবিয়ানা, নগরদোলা, রঙ বাংলাদেশ, নিপুণ, বাংলার মেলাসহ অন্যান্য ফ্যাশন হাউসগুলোতে।