এবিএনএ : আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি পোশাক বিপণন সংস্থা হ্যালোউইনের জন্য বিশেষ পোশাক বানিয়েছে। আর সেটা বানাতে গিয়ে বিতর্কের মুখেই পড়েছে সংস্থাটি। জানা গেছে, মার্কিন টিভি রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ানকে ওই হ্যালোউইন মডেল বানানোয় ক্ষোভের মুখে পড়ে বিপণন সংস্থা। কিছুদিন আগেই বন্দুক তাক করে কিম কার্দাশিয়ানের কাছ থেকে অর্থ ও গয়না ডাকাতি করেছে একদল মুখোশধারী ব্যক্তি। মূলত প্যারিসের ওই ঘটনা থেকে ‘অনুপ্রাণিত’ হয়েই তারা হ্যালোউইনের সাজটা বানিয়েছিল বলে জানা গেছে। সাজটা হলো সাদা ছোট দৈর্ঘ্যরে রোব, কালো-দীর্ঘ চুলের উইগ (কিমের যেমন), বড় সানগ্লাস, চার মিলিয়ন ডলারের একটি আংটি (সত্যিকারের নয়) এবং দুই ইঞ্চির একটি দড়ি! আর এতে কিম কার্দাশিয়ানকেই বানানো হয় মডেল। সংস্থাটির এমন রসিকতা স্বাভাবিকভাবে নিতে পারেননি কেউই। তাই টুইটারে অনেকেই বলছেন, ব্যাপারটা বেশ নিন্দনীয় এবং কুরুচিপূর্ণ। সংস্থার অনলাইন স্টোরে পোশাকের বিবরণে সরাসরি কিমের নাম না করে লেখা ছিল, একটা গোটা জীবনজুড়ে আমেরিকাকে সারমর্মহীন উদযাপন আর লাগামছাড়া জীবনের স্বাদ দিয়ে গেছেন তিনি। সেই জীবনই কাল হলো, যখন পাঁচ ডাকাতের হাতে তিনি আক্রান্ত হলেন প্যারিসে। সোশ্যাল মিডিয়ায় রানীর মতো করে সেজে আমেরিকার পপুলার কালচারকে সেলিব্রেট করুন।