,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

পদ্মা সেতুতে রেল চলাচলে রেললিংক স্থাপনের কাজ শুরু জানুয়ারিতে

এ বি এন এ : সড়ক পথে পদ্মা সেতু দিয়ে ২০১৮ সালে বাস চলাচলের পাশাপাশি একই সময়ে রেল চলাচলের জন্য আগামী বছরের জানুয়ারি মাসে রেললিংক স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজের ৩৭ শতাংশ অগ্রগতি হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী। এর মধ্যে পাইলিং শেষ হয়েছে ২২টি।

রোববার (২৪ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে রেললিংক স্থাপন বিষয়ক সমন্বয় সভায় ওবায়দুল কাদের একথা বলেন।

সভায় রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের জানান, ২০১৮ সালে পদ্মা সেতু দিয়ে একসঙ্গে বাস এবং ট্রেন চলাচল শুরু হবে। এসময়ের মধ্যে মাওয়া থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪২ কিলোমিটার রেললিংক স্থাপনের কাজ শেষ হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী জানুয়ারিতে রেললিংক স্থাপনের কাজ শুরু হবে। ঢাকা থেকে ফতুল্লা হয়ে সেতুর উপর দিয়ে ভাঙ্গা জংশন পর্যন্ত ৮২ কিমি. রেললাইন স্থাপন করবে রেলপথ মন্ত্রণালয়। ভাঙ্গা থেকে বিদ্যমান রেললাইন অনুযায়ী ফরিদপুর, যশোর সংযুক্ত হওয়ার পাশাপাশি পরবর্তী পর্যায়ে বরিশালকেও রেলপথে সংযুক্ত করা হবে।

রেলপথ মন্ত্রী বলেন, ইতোমধ্যে জি-টু-জি ভিত্তিতে রেললাইন স্থাপনে চীন সরকারের মনোনীত রেলওয়ে গ্রুপ কোম্পানির সঙ্গে প্রাথমিক সমঝোতা স্মারক সই হয়েছে, শিগগিরই বাণিজ্যিক চুক্তি সই হবে। এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা।

সভায় পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত রেল এবং প্রস্তাবিত চারলেন মহাসড়ক নির্মাণের ক্ষেত্রে উদ্ভুত সমস্যা সমাধানে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

রেলওয়ের মহাপরিচালক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলীকে যুগ্মভাবে প্রধান করে গঠিত কমিটিতে রেললিংক প্রকল্প ও সেতু প্রকল্পের পরিচালকদ্বয়, দুই প্রকল্পের প্রধান পরামর্শকদ্বয়, সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের (এসডব্লিউও-পশ্চিম) পরিচালক, ওয়াসা’র পদ্মা-যশোলদিয়া প্রকল্পের পরিচালক, এলজিইডি’র প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, সওজ’র প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, রেললিংক প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তীসহ এসডব্লিউও-পশ্চিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited