শিক্ষা

মাধ‌্যমিকে মান বাড়াতে ১৫টি সুপারিশ

এবিএনএ : মাধ‌্যমিক পর্যায়ে শিক্ষার মান বাড়ানোর জন্য অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়াসহ ১৫টি দফার সুপারিশ করেছেন শিক্ষাবিদরা। সম্প্রতি দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে দুই দিনের এক কর্মশালায় এসব সুপারিশ উঠে এসেছে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন।
আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব সুপারিশের বিষয়ে সাংবাদিকদের জানান তিনি। মন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার সময় চাপ কমাতে শিক্ষাবিদরা বিষয় কমানোর সুপারিশ করেছেন।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষার সময় ও শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এসএসসি পর্যায়ে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা ও ক্যারিয়ার শিক্ষাকে পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে এগুলোকে বিদ্যালয় পর্যায়ে ধারাবাহিকভাবে মূল্যায়ন করা।

Share this content:

Back to top button