বাংলাদেশরাজনীতিলিড নিউজ

নিউইয়র্কে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা

এবিএনএ : জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন।  সেদিন সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ম্যানহাটনের হিল্টন হোটেলের বলরুমে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা আয়োজন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

একটি সূত্রে জানা গেছে, এরই মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিতদের দাওয়াতপত্র পাঠানোও শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দীকুর রহমান এ বিষয়ে এক বার্তায় সকল প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বার্তায় তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী সামনে রেখে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

Share this content:

Back to top button