খেলাধুলা

অশ্লীলতার কারণে সমালোচিত ক্রিকেটারের স্ত্রী!

এবিএনএ : অশ্লীলতার কারণে ক্রিকেটারের স্ত্রীকে নিয়ে আলোচনার সৃষ্টি হবে এমনটি হয়তো কেউই ভাবেননি। কিন্তু এবার সেটিই হয়েছে।  অশ্লীলতার অভিযোগে ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেলের স্ত্রী জ্যাসিম লোরাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

ইনস্টাগ্রামে খুব খোলামেলা একটি স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা তৈরি করেছেন। তিনি নিজেই যখন এত খোলামেলা তখন ঘটনাটা খুলেই বলা যাক। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে কালো-গোলাপি ব্যাট নিয়ে খেলতে নামেন রাসেল। অনেক বিতর্ক শেষে সেই ব্যাট নিষিদ্ধ করা হয়।

এর সূত্র ধরেই ঝড় তুলেছেন লোরা। হাতে একটা কালো-গোলাপি ব্যাটের ছবি পোস্ট করে তিনি সিডনি থেকে স্ট্যাটাস দিয়েছেন, ‘আপনার ব্যাট কালো না হলে আপনি একদমই কুল নন।’

কি বোঝাতে চেয়েছেন লোরা? তার কথার ভেতরে অন্য কথা আছে কি না সেটি নিজেই বলতে পারবেন? কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্ট্যাটাসের দ্ব্যর্থবোধক অর্থ নিয়েই ঝড়!

লোরার ফলোয়ারাই এই কথার ভেতরের মানে টেনে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন। একজন লিখেছেন, ‘একবার কালো ব্যাট হাতে নিলে অন্য ব্যাট নেওয়ার সুযোগই আসবে না।’ আরেকজন লিখেছেন, ‘আপনি খুব রোমান্টিক ব্যাটসম্যান।’ অন্যজনের মন্তব্য, ‘রাসেলের সেরা অস্ত্র আপনি।’ একজন জিভ কেটেছেন, ‘ইশ! কি অশ্লীল!’

Share this content:

Related Articles

Back to top button