আমেরিকালিড নিউজ

আটলান্টিক সিটিতে আবারও হামলার শিকার হলেন ফারুক তালুকদারের ছেলে ফাইরাজ তালুকদার

এবিএনএ: আটলান্টিকসংবাদ ডেস্ক: গত ৭ই অক্টোবর সোমাবার আটলান্টিক সিটির টেক্সাস এভিনিউস্থ প্লে-গ্রাইন্ডে বর্নবাদী হামলার শিকার হলো আটলান্টিক সিটির পরিচিত মুখ ফারুক তালুকদারের ছেলে ফাইরাজ তালুকদার। ফাইরাজ তালুকদারের সাথে আলোচনায় জানা যায়, অন্যান্য দিনের ন্যায় গত ৭ই অক্টোবর ৯ জন প্রবাসী বাংলাদেশীর ছেলে ফুটবল খেলা খেলতেছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার সময় হঠাৎ করে তিনজন কৃষ্ণাঙ্গ ছেলে এসে তাদের ফুটবল কেড়ে নেয়। ফাইরাজ তাদের  ফুটবলটি দিয়ে দিতে বললে তিনজনই ফাইরাজকে লাথি-ঘুষি মারতে শূরু করে এবং ডান চোখে আঘাত প্রাপ্ত হন।গুরুতর আহত অবস্থায় এম্বুলেন্স কল করে ফাইরাজকে আটলান্টিক সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যান ফারুক তালুকদার। রাত বরোটায় ফাইরাজকে জরুরী সেবা প্রদানের পর ছেড়ে দেয়া হলেও জরুরী ভিত্তিতে চক্ষু বিশেষজ্ঞ দেখানোর জন্য পরামর্শ দিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।

আটলান্টিক সিটিতে প্রায় ৩-৪ সহস্রাধিক বাংলাদেশী বসবাস করছেন । সিটির ফ্লোরিডা, টেক্সাস এবং ক্যালিফোনিয়া এভিনিউতে অধিকাংশ বাংলাদেশীর বসবাস। বর্তমানে এই এলাকাটিতে বর্নবাদী হামলার শিকার হচ্ছেন সিটিতে বসবাসরত বাংলাদেশীরা ।একই স্থানে গতমাসে অন্য একজন বাংলাদেশীর উপর হামলা হলেও কোন রকম ব্যবস্থা না নেওয়ায় বাংদেশীদের উপর হামলা দিন দিন বেড়েই চলেছে । নিরাপত্তা হীনতায় বসবাস  করছেন শতাধিক বাংলাদেশী পরিবার। উল্লেখ্য একই এলাকায় হামলার শিকার হয়েছিলেন ৪র্থ ওয়ার্ডের একজন বাংলাদেশী কাউন্সিলম্যান।

সিটির মেয়রের সাথে ডজন খানেক বাংলাদেশীর সুসম্পর্ক থাকলেও বাংলাদেশী কাউন্সিলম্যানের উপর হামলার ব্যাপারে কোন রকম প্রতিবাদ করেননি বাংলাদেশী নেতারা। তারই ধারাবাহিকতায় বর্তমানে গত কয়েকমাসে বাংলাদেশীদের ছেলেমেয়েদের উপর হামলা বৃদ্ধি পেয়েছে। ব্যক্তিগত স্বার্থের জন্য সিটি কতৃপক্ষের সাথে দহরম মহরম থাকলেও কমিউনিটির নিরাপত্তায় কোন ভূমিকা না রাখতেও পারায় কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি বাংলাদেশীদের ক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে । ক্ষোভ প্রকাশ করে ফারুক তালুকদার বলেন কথিত নেতারা সিটির বাইরে বসবাস করায় তাদের কোন দায়বদ্ধতা নেই। তিনি সিটিতে বসবাসকারী সকলকে  ভবিষ্যতে যাতে বাংলাদেশীরা আর কোন হামলার শিকার না হয় তার জন্য একতাবদ্ধ হয়ে সিটি কতৃপক্ষ এবং পূলিশ প্রশাসনের সাথে বৈঠকের আহবান জানান।

Share this content:

Back to top button