আন্তর্জাতিকলিড নিউজ

নববর্ষে সেক্স পার্টি

এবিএনএ: পশ্চিম লন্ডনের পোর্টল্যান্ড প্যালেস। সেখানে ২ কোটি পাউন্ডের বাড়িতে ইংরেজি নতুন বছরে রগরগে এক যৌনতার পার্টি আয়োজন করেছিলেন লর্ড ফ্রাউড এডি ডেভেনপোর্ট। তাতে যোগ দিয়েছিলেন তিন যুবতী। আর সেই সঙ্গ ভোগ করেছেন কয়েক ডজন পুরুষ। বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় চারদিকে হইচই পড়ে গেছে। প্রকাশ হয়ে পড়েছে ওই পার্টির রগরগে সব দৃশ্য। সব দোষ ওই দ্বাররক্ষীর। বেচারাকে কেউ একজন হত্যা করেছে।

Share this content:

Back to top button