এবিএনএ : দলকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ২০তম জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচনের অধিবেশনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
অধিবেশনে সূচনা বক্তব্য দেন প্রায় তিন যুগ ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা শেখ হাসিনা। এ সময় তিনি কাউন্সিলরদের উদ্দেশে বলেন, ‘আমি চাই, আমি বেঁচে থাকতে থাকতে নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করে যাব।’ তবে শেখ হাসিনার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে উপস্থিত কাউন্সিলররা দাঁড়িয়ে সমস্বরে ‘না, না’ বলে ওঠেন। কাউন্সিলররা সভাপতি পদে কোনো পরিবর্তন দেখতে চান না বলে তাদের মতামত দেন।
অধিবেশনে নিজ নিজ বক্তব্যে কাউন্সিলররা শেখ হাসিনাকে আজীবন মেয়াদে দলের দায়িত্বে থেকে যাওয়ার অনুরোধ জানান। পাশাপাশি নতুন নেতৃত্ব হিসেবে শেখ হাসিনার পুত্র ও প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে দলের দায়িত্বশীল পদে আনার দাবি জানান তারা। নেতৃত্ব নির্বাচনী অধিবেশনে শেখ হাসিনা আরও বলেন, ‘আওয়ামী লীগ আমার পরিবার। আওয়ামী লীগ আমার আপনজন। আওয়ামী লীগকে যত সময় দিয়েছি, আমার সন্তানদেরও এতো সময় দেই নাই।’ এরআগে দলের সর্বশেষ কার্যনির্বাহী সভায় গত ৩৫ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসা শেখ হাসিনা বলেছিলেন, অবসরে যাওয়ার সুযোগ পেলে তিনি ‘খুশি’ হবেন। কাউন্সিলের দ্বিতীয় দিনে রোববার দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধন অনুমোদন হওয়ার কথা রয়েছে। এরপর নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
আওয়ামী লীগ নেতারা বলছেন, সভাপতি পদে শেখ হাসিনা থাকবেন, এটা প্রায় নিশ্চিত। সাধারণ সম্পাদক কে হবেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কাউন্সিলে অংশ নেয়া নেতাকর্মীরা জানিয়েছেন, দলীয় প্রধান সাধারণ সম্পাদক হিসেবে যাকে দায়িত্ব দিবেন, তাকে সবাই মেনে নেবেন।