এবিএনএ : প্রথম ছবি দিয়েই আলোচনায় পূজারিনি ঘোষ। কলকাতার এ অভিনেত্রী অভিষেক ছবি ‘কুহেলি’তে বেশ কিছু খোলামেলা দৃশ্যতে অভিনয় করেছেন। এজন্য বেশ সমালোচিতও হচ্ছেন তিনি। কিন্তু আত্মপক্ষই সমর্থন করেছেন পূজারিনি।
তার দাবি, সিনেমা বাস্তব জীবন ভিত্তি করেই নির্মাণ করা হয়। বাস্তবে যা ঘটে সিনেমাতে তা দেখানোতে আপত্তি করার জায়গা নেই। পূজারিনি বলেন, ইংরেজি সিনেমাতে হরহামেশাই এসব হচ্ছে। কিন্তু সেসব ছবি দেখে তো আমরা কিছু বলি না। তাহলে এখানে কেন শুধু নির্দিষ্ট কিছু দৃশ্য নিয়ে কথা উঠে। চরিত্রের জন্য ঘণিষ্ঠ দৃশ্য গুরুত্বপূর্ণ হলে এবং তা যদি নান্দনিকভাবে দৃশ্যায়ন করা হয় তা হলে তা করতে আমার আপত্তি নেই। কারণ জোর করে তো কিছু করা হচ্ছে না। এটা তো আর পর্নোগ্রাফি নয়।
তবে সময়ের সঙ্গে নিজের অবস্থানে পরিবর্তন আসবে বলেও জানান পূজারিনি। তিনি বলেন, দর্শকদের অনুভূতিতে আঘাত না করে যতটা করা সম্ভব করব। এর চেয়ে ভালো সুযোগ পেলে কয়েক বছর পরে হয়ত আমার আজকের কথাগুলোর মধ্যেই পরিবর্তন আসবে। এটা সম্পূর্ণই পরিস্থিতির ওপর নির্ভর করছে যে, কোথায় আমি আছি।